শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীতে করোনা ভাইরাস নিয়ে সংঘর্র্ষে লাভলু মোল্লা নামে এক কৃষক মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন।
নিহত লাভলু মোল্লা রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকার অকেল মোল্লার ছেলে। আহতদের বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার সকালে বরাট ইউনিয়নের ভবদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, বুধবার ভবদিয়া এলাকায় খলিলুর রহমান নামে এক বৃদ্ধ মারাযায়। তিনি মারা যাবার পর ওই দিন নিহতের আতœীয় স্বজনদের সাথে লাভলু মোল্লার কথা কাটাকাটি হয়। এ সময় লাভলু মোল্লা দাবী করেছিলেন করোনার কারনেই বৃদ্ধ আব্দুল খালেকের মৃত্য হয়েছে।
এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনার জের ধরে শনিবার সকালে লাভলু মোল্লা ভবদিয়া বাজার এলাকায় আসলে প্রতিপক্ষ তাকে পিটিয়ে আহত করে এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।