নিউজল্যান্ড এবং বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চেয়েছিলো ভারত। ভারতের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী অক্টোবর মাসে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে নিয়ে একটি সিরিজ আয়োজন করতে চেয়েছিল ভারত।ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে বিসিবিকে আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়েছিলো । বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যস্ত সূচির কথা বলে ভারতের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গতকাল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অক্টোবর মাসেই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। দক্ষিণ আফ্রিকায় এই সফরটি শেষ হতে হতে প্রায় অক্টোবরের ২৯ তারিখ । বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে তার ঠিক এক সপ্তাহ পরই।
এই জন্যই প্রস্তাবিত সিরিজটি খেলা বাংলাদেশ টিমের জন্য কোন ভাবেই সম্ভব নয় । যদিও এখন পর্যন্ত বাংলাদেশ টিম ভারতে গিয়ে কোন দ্বি-পাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ খেলে নাই। চলতি বছর ই প্রথম একমাত্র টেস্ট সিরিজ খেলার জন্য ভারতে গিয়েছিলো বাংলাদেশ টিম।
বিসিবি প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে বলেন, ‘ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা একটি প্রস্তাব পেয়েছিলাম’। তবে দুর্ভাগ্যবশত, আমরা এই প্রস্তাবটি গ্রহণ করতে পারছি না। দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের দলের ফিরে আসতে আসতে ৩০ অক্টোবর। আর তাদের চাওয়া ছিলো আমরা যেন ভারতে গিয়ে ২৮ অক্টোবরের আগে খেলি।’
এর ১ সপ্তাহ পরেই রয়েছে বিপিএল। এ নিয়ে পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ হবার পরই রয়েছে বিপিএল আমরা যদি এ সূচি পরিবর্তন করি, তাহলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-টোয়েন্টি নিয়ে একটা সমস্যা তৈরি হবে। অনেক জায়গাতেই সমস্যার সৃষ্টি হবে। ভারতের তারিখ পরিবর্তন করতে হবে। তারা যদি তারিখ পরিবর্তন না করে আমাদের পক্ষে তা হলে এই সিরিজে খেলা সম্ভব নয়।’
তবে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন এটাও জানিয়ে দেন, তারা ইংল্যান্ড, ভারতের মত দলগুলোর বিপক্ষে নিয়মিতই খেলতে রাজি আছে। ‘তাদের সঙ্গে বেশি বেশি খেলার সুযোগ ও আছে। কিছু কিছু বিষয় চূড়ান্তও হয়ে আছে। আবার কিছু কিছু এখনো চূড়ান্ত হয়নি। কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে প্রস্তাব ও এসেছে। সবকিছু মিলিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। কিন্তু এখন পর্যণ্ত কোনো কিছুই চূড়ান্ত নয়।’
সুত্র: জাগোনিউজ।
naltrexone price comparison https://naltrexoneonline.confrancisyalgomas.com/
acyclovir 800 mg tablet price https://www.herpessymptomsinmen.org/productacyclovir/
how does ivermectin work scabies https://ivermectin.webbfenix.com/
hydroxychloroquine reviews https://hydroxychloroquine.webbfenix.com/
does female dapoxetine work https://salemeds24.wixsite.com/dapoxetine
vidalista dose chart https://vidalista.mlsmalta.com/
tadalafil to sildenafil dosing conversion http://droga5.net/
hydroxychloroquine states not allowing https://hydroxychloroquine.mlsmalta.com/
ivermectin german shepherd https://ivermectin.mlsmalta.com/
where can i buy vidalista without a prescription https://vidalista40mg.mlsmalta.com/
how to take cialis effectively https://wisig.org/
ventolin hfa coupon 2020 https://amstyles.com/
preventative malaria medication in vietnam https://hydroxychloroquinee.com/
dapoxetine online https://ddapoxetine.com/
women’s cialis testimonials https://tadalafili.com/
prednisone deltasone 50 mg tablet https://bvsinfotech.com/
tamoxifen side effects blog https://tamoxifen.mrdgeography.com/
viagra india generic https://zsildenafil.com/