ভারতে নারীদের অবস্থা নিয়ে আমি খুবই বিচলিত। গরুর গুরুত্ব নারীর চেয়ে এখানে অনেক বেশি। অনেক হিন্দুর কাছে গরুর কিছু হলে যতো দ্রুত ব্যবস্থা নেয়া হয়, তার চেয়ে অনেক বেশি দেরি হয় নির্যাতন বা ধর্ষনের শিকার একজন নারীর বিচার পেতে।
ভারতের নারীদের অবহেলার চিত্র তুলে ধরতে কথাগুলো বলেছিলেন সুজাত্র ঘোষ নামক ২৩ বছর বয়সী এক আলোক চিত্রী।
ভারতে সম্প্রতি কয়েকজন নারীখে গরুর মুখোশ পরিয়ে ছবি তুলেন দিল্লি ভিত্তিক আলোকচিত্রী সুজাত্র। গরুর চেয়ে নারীর গুরুত্ব কম কিনা তা ঐ নারীদের জিঞ্জাস করেন তিনি।
তার তোলা ঐ ছবি গুলো অনলাইনে ভালোই জনপ্রিয়তা পেয়েছে। সেই সাথে হিন্দু জাতীয়তাবাদীদের ট্রলের শিকার হয়েছেন তিনি।
সুজাত্র বলেন, কোন নারী ধর্ষন বা নির্যাতনের স্বীকার হলে বিচার পেতে বছরের পর বছর সময় লাগে অনেক সময় বিচার ও হয় না। কিন্তু কোথাও গরু হত্যা করা হলে চরমপন্থীরা ঘটনাস্থলে যায়, গিয়ে অভিযু্ক্তকে শাস্তি দেয়। এমনকি হত্যা পর্যন্ত করে।
বিজেপি সরকার ভারতের ক্ষমতায় বসার পর থেকেই দেশটিতে গরু নিয়ে বাড়াবাড়ি শুরু হয়েছে। কিন্তু সেই তুলনায় নজর দেয়া হচ্ছে না নারীদের বিভিন্ন সমস্যার দিকে। ভারতে প্রতি ২০ মিনিটে একজন নারী ধর্ষনের শিকার হয়।
বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রাজ্যে গরু হত্যা নিষিদ্ধ করে। গরু জবেহ ও মাংস বিক্রি সংক্রান্ত ঘটনায় এরই মধ্য নিহত হয়েছে অনেক মানুষ। তাছাজা গরু হত্যার অপরাধে মৃত্যুদন্ডের আইনের কথাও ভাবছে দেশটির সরকার।
দেশটির মুসলমান, খ্রিস্টান ও নিন্মবর্নের বাসিন্দাদের (দলিত) অন্যতম খাদ্য গরুর মাংশ। ফলে কট্টরপন্থী হিন্দুদের সাথে প্রাই তাদের সংঘর্ষ বাধছে।
চলতি মাসেই আমেরিকা থেকে একটি গরুর মুখোশ আনেন সুজাত্র। সেটি নিয়ে তিনি ভারতের কলকাতা ও দিল্লির বিভিন্ন স্থানে গিয়ে নারীদের পরিয়ে ছবি তুলেন।
ভারতের কোথাও নারীরা নিরাপদ নয়। তা বোঝাতেই সুজাত্রের এই উদ্যোগ। সুজাত্রের ছবিগুলো নিয়ে প্রতিবেদন করেন ভারতের একটি সংবাদ মাধ্যম। অনেকে সুজাত্রের এই উদ্যোগের প্রশংসা করেছেন। ক্ষেপেছেন ও অনেকে।
সুজাত্র বলেন : কয়েকজন আমাকে হুমকি দিয়েছে। টুইটারে ও অনেকে আমাকে নিয়ে তামাশা করেছে। কেউ কেউ বলেছে ছবির নারীদের সহ আমাকে দিল্লি জামে মসজিদে নিয়ে গলা কেটে হত্যা করা হবে। এছাড়া আমার লাশের পাশে বসে আমার মা কাদছে এটাও দেখতে চায় তারা।
তথ্য ও ছবি: বিবিসি বাংলা।
ivermectin solution https://ivermectin.mlsmalta.com/
can naltrexone cause heart attack https://naltrexoneonline.confrancisyalgomas.com/
how to make hydroxychloroquine https://hhydroxychloroquine.com/
Appreciation to my father who stated to me about this web site, this web site is really awesome.|
cheapest vidalista 20mg https://vidalista40mg.mlsmalta.com/
cialis indications for use https://wisig.org/
order medication online from canada https://buymeds.mlsmalta.com/
hydroxychloroquine being used for coronavirus https://hydroxychloroquinee.com/
amstyles.com https://amstyles.com/
viagra and dapoxetine same time https://ddapoxetine.com/
prednisone daily dose https://prednisone.bvsinfotech.com/
live doctor chat online free https://edmeds.buszcentrum.com/