প্রিয় বাবা
বাবা, শাসনের আড় চোখে লুকানো ভালোবাসা বুঝিনি
সত্যি বলছি কখনোই আমি মন থেকে তা খুঁজিনি
এক হাতে কি করে সামলিয়েছো সমস্তটা পৃথিবী
ব্যার্থতার গ্লানী চেপে বুকে এই উত্তরটাই খুঁজি
কখনোই বলোনি তুমি না না পাওয়ার বেদনায়
কখনো কাঁদিনি
অথচ তোমাকে তোমার প্রাপ্য কখনোই বুঝাতে পারিনি
হাত খরচ, ভাত খরচ না জানি কি করে মেটাতে
আমরাতো বাবা হাঁপিয়ে উঠি কি করে যে তুমি পারতে
বাবা তোমার বাবা তোমাকে ছেড়ে গেছে শৈশবে
আর তবু তুমি পেরেছিলে তখন সামলাতে সংসার
বাবা তুমি গ্রেট আমাদের মাথার উপর সবচেয়ে দামী ছাদটা
বাবা তুমি আছো বলেই নিশ্চিতে কাটাই রাতটা
বাবা তুমি এতো ভালো কেনো কেনো সব ভুল করো ক্ষমা
বাবা তুমি নায়ক আমাদের তুমিই তোমার তুলনা
আরো পরুন: প্রতারনার নতুন কৌশল
প্রকাশক।
নিউজ ঢাকা টুয়েন্টিফোর ডটকম।