চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম রয়েছে পুরাে বাংলাদেশ জুড়েই।বাজারে আসতে শুরু করেছে প্রচুর আম তবে তেমন ক্রেতা লক্ষ্য করা যায়নি। বলা যায়, আম আছে নেই্ ক্রেতা । তাই এখোনো জমেনি আমের বাজার।
এমতাবস্থায় অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী আম নিয়ে বসে আছেন। হাতে গোনা মাত্র কয়েকজন বিক্রি করতে পারছে । তাও আবার দু চার কেজির বেশি না।
ব্যবসায়ীরা বলছেন একে তো রোজার শুরু তার উপর আবার মাসের শুরু, সেই সাথে পরিচিত জাতের আম না আসায় বাজারে ক্রেতা নেই। তবে তারা আশাবাদী আগামী ২ ৪ দিনের ভিতর ই জমে উঠবে আমের বাজার।
গত কয়েকদিনে চাপাইনবাবগঞ্জের শহরগুলোর আমের বাজার গুলোতে দেখা গেছে , অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। কেউ কেউ ২ ৪ কেজি বিক্রি করছে।
আমের জাতের মধ্যে বর্তমানে বাজারে গোপাল ভোগ এবং গুটি জাতের কিছু পাওয়া যাচ্ছে। এবং দাম নাগালের মধ্যই রয়েছে।
কথা হয় শহরের এক ব্যবসায়ীর সাথে। বাজারের এমন পরিস্থিতি কেন তা জানতে চাইলে তিনি আমাদের বলেন একে তো রোজার মাস শুরু, তার উপর ইংরেজি মাসের মাত্র শুরু পরিচিত জাতের আম বাজারে না আসার কারণে মূলত বাজারে ক্রেতা নেই। ২ ৪ দিনের ভিতর ই বাজারে আসবে খিরসাপাত (হিমসাগর)। এই আমটি বেশ মিষ্টি-সুস্বাদু এবং পুরো দেশের মানুষের কাছে বেশি পরিচিত হওয়ায় এর চাহিদাও অনেক বেশি তাই বিক্রি ও অনেক বেশি। তাই খিরসাপাত বাজারে আসলে বিভিন্ন জেলার ব্যাপারিরা এখানে আসবে এবং মাসের শুরু হওয়ায় চাকরিজীবীরা বেতন পাবে। তখন জমে উঠবে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার।
কৃষি অফিসারের বক্তব্য:
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদা বলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় ২৬ হাজার ১৫০ হেক্টর জমিতে প্রায় ২০ লাখ আমগাছ রয়েছে। গত বছর ২৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন।
মো. মঞ্জুরুল হুদা আরও বলেন, এবছর ঝড় ও শিলা বৃষ্টিতে জেলার ৫০ ভাগ বাগানের প্রায় ৩০ ভাগ আম ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সমষ্টিক ওজনে কতটা প্রভাব পড়বে এটা এখনও বলা সম্ভব নয় বলে জানান তিনি।
Very good article. I’m dealing with a few of these issues as
well..
Attractive component of content. I just stumbled upon your weblog and in accession capital to assert
that I get in fact enjoyed account your blog posts. Any way I’ll be subscribing
for your feeds or even I fulfillment you get admission to constantly fast.
adreamoftrains webhosting
This is really interesting, You’re a very skilled blogger.
I’ve joined your feed and look forward to seeking more of your fantastic post.
Also, I’ve shared your website in my social networks!
Do you have a spam problem on this blog; I also am a blogger, and I was wanting to know your situation; many
of us have created some nice practices and we are looking
to trade techniques with other folks, please shoot me an email if
interested.