ঘূর্ণিঝড় মোরা এর কারনে কক্সবাজার ও চট্টগ্রামে ১০ নম্বর মহাবিপদ সংকেত তুলে নেয়া হয়েছে্। বিপদ সংকেতের পরিবর্তে এ সব সমুদ্র বন্দর গুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে মোরা আজ বেলা সাড়ে ৬টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ায় ১৩৫ কি:মি: বেগে আঘাত আনে।
এর পর এটি বেলা ১০.৩০ এর দিকে কক্সবাজার উপকূল অতিক্রম করে। এর পর ঘূর্ণঝর মোরা ধীরে ধীরে বাংলাদেশের অভ্যন্তরে স্থলভাগে নিন্মচাপে রুপ নিচ্ছে।
যার কারনে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ১০০ থেকে ১২৮ কি. মি. পর্যন্ত বেগে বয়ে যাচ্ছে প্রবল ঝড়ো হাওয়া।
আবহাওয়া অধিদফতর এক বিবৃতীতে জানায় ঘূর্ণিঝড় মোরা এর জন্য ১২ ঘণ্টা পর্যন্ত আবহাওয়ার এ বৈরী অবস্থা বিরাজ করতে পারে । এরপর এটি ধীরে ধীরে শক্তি হারিয়ে মোরা দুর্বল হয়ে পড়বে।
আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাওয়ে আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থান নিয়ে সাংবাদিকদের ব্রিফিংদেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, লক্ষীপুর, নোয়াখালী,বরগুনা , ফেনী, চাঁদপুর,পটুয়াখালী , ভোলা, , বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ঘূর্ণিঝড় মোরা এখন বয়ে যাচ্ছে। এটি ধীরে ধীরে শক্তি হারিয়ে বাংলাদেশের স্থলভাগের অভ্যন্তরে দুর্বল হয়ে পড়বে। তবে ঘূণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে ১২ ঘণ্টা পর্যন্ত বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মোরা এর আঘাতে কক্সবাজারে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন মসজিদ থেকে নামাজ পড়ে বের হবার সময়, আরেকজন ঘরের ভিতরেই গাছ চাপা পরে মারা যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
১০ নম্বর বিপদ সংকেত দেখানো ঘূর্ণিঝড় মোরা কক্সবাজারে আঘাত হানে মঙ্গলবার সকালে। তবে এটি দূর্বল হয়ে যাওয়ায় যে পরিমান ক্ষয়ক্ষতি হবে বলে ধারনা করা হয়েছিল সেই পরিমান ক্ষয়ক্ষতি হয় নি।
রাতে মেঘলা আবহাওয়া থাকলেও সকালে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াতে আশ্রয়কেন্দ্র গুলো থেকে যার যার বাসভবনে ফিরতে শুরু করেছে মানুষজন।
tricks for best use of dapoxetine https://dapoxetine.confrancisyalgomas.com/
ivermectin for humans oral https://ivermectin.mlsmalta.com/
dapoxetine drug https://salemeds24.wixsite.com/dapoxetine
naltrexone hydrochloride used for https://naltrexoneonline.confrancisyalgomas.com/
Someone essentially lend a hand to make significantly articles I might state. That is the first time I frequented your website page and thus far? I surprised with the analysis you made to make this actual submit extraordinary. Great activity!|
does medicaid cover vidalista prescriptions https://vidalista40mg.mlsmalta.com/
how much is a priligy prescription https://ddapoxetine.com/
plaquenil side effects most common https://hydroxychloroquinee.com/
cialis 50mg price in india https://wisig.org/
fast acting inhaler for copd https://amstyles.com/
proper way to take prednisone https://prednisone.bvsinfotech.com/
This site definitely has all of the information I needed concerning this subject and didn’t know who to ask. |
Someone essentially assist to make seriously posts I would state. This is the very first time I frequented your website page and so far? I surprised with the analysis you made to make this actual post incredible. Great task!|
Now I am going to do my breakfast, once having my breakfast coming again to read other news.|
cialis without a doctor prescription http://cialllis.com/
just right content
super article
best suited content
exceptional post
awesome post, i love it