বিনোদন ডেস্ক:ঈদ কে ঘিরে তারকা দের কেনাকাটার অন্ত নেই। সেই সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার কেন্দ্র বিন্দু সানাই মাহবুব বলেছেন ঈদে কি নিয়েছেন, কে উপহার দিয়েছেন, কি উপহার পেয়েছেন!
এবার ঈদে উপহার পেয়েছেন ২৩ সেট সালোয়ার কামিজ।বন্ধুদের নতুন খবর জানিয়ে সানাই বলেন, ‘শিগগিরই আমার ইউটিউব চ্যানেল আসছে। এখন আমার সব চিন্তা ও কাজ ইউটিউব চ্যানেল ঘিরে। ঈদের আগেই ইউটিউব চ্যালেনটা যাত্রা শুরু করবে। ঈদ ঘিরে বেশকিছু কাজ করেছি। এগুলো চলে আসবে।
’এরই মধ্যে চারটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানাই। গানগুলো হলো- ‘প্রেমের নেশায়’, ‘বড় লোকের মেয়ে’ ও ‘অবাক তুমি’, ‘দেশলাই’। এই বছরের শুরু থেকে পর্যায়ক্রমে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানের ভিডিওগুলো।
আরো পড়ুন,মাদক ব্যবসায়ীর মুক্তি চেয়ে মসজিদে দোয়া
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে