শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়ায় জেলের জালে প্রায় ১৮ কেজি ওজনের একটি বিশাল আকারের বোয়াল মাছ ধরা পরেছে।
দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান জানান, রবিবার বিকেলে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে আধা কিলোমিটার দুরে পদ্মার মাঝখানে জাল ফেলে ওই এলাকার মাছ শীকারি বক্কার হলদার। বিকেল সোয়া চারটার দিকে তার জালে এই বোয়াল মাছটি ধরা পরে।
এ সময় মাছটিকে ওজন দিয়ে দেখা যায় তার ওজন ১৭ কেজি ৭শত গ্রাম। মাছটি ১ এক হাজার ৮ টাকা কেজি দরে ৩১ হাজার ৫ শত টাকায় কিনে নেন । বাড়তি লাভের আশার মাছটিকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরো পড়ুন,কেরানীগঞ্জে র্যাবের হাতে ভুয়া র্যাব গ্রেফতার
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে