এরশাদ হোসেন কেরানীগঞ্জ, ঢাকাঃ পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯৯ ব্যাচের মেধাবী ছাত্র শিবলী সাদিক জনি , তিনি ২০০১ সালে গলাচিপা ডিগ্রি কলেজ (গলাচিপা সরকারি কলেজ) থেকে HSC পাশ করেন, এরপর তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে BSC(পরিবেশ বিজ্ঞান) ও বুয়েট থেকে মাস্টার্স (পানি সম্পদ উন্নয়ন), এর পরে বেলজিয়াম এর গেন্ট ইউনিভার্সিটি থেকে এডভান্স মাস্টার্স (Integrated Technology fir Water Management), এবং সর্বশেষ জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালয় থেকে “দূর্যোগ ব্যবস্থাপণা” বিষয়ে ২৫ মার্চ ২০১৯ খ্রি: পিএইচডি করেন।
এছাড়াও তিনি ২০১০ থেকেই চাকুরি করছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অধিনস্ত গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান Center for Environmental and Geographic Information Services (CEGIS) এ।
তিনি সৈয়দ হাওলাদার বাড়ির মহুরুম স.ম. জাহাঙ্গীর হোসেন এর বড় ছেলে, এলাকায় তাকে সবাই জনি নামে চিনে।
তার এই দীর্ঘ পরিশ্রম ও অর্জন গলাচিপা উপজেলা বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার একটি মাইলফলক হয়ে থাকবে ।
আরো পড়ুন,জবির ৯৫ শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পুরষ্কারের জন্য মনোনীত
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে