সজিবুল ইসলাম হৃদয়, নাটোর প্রতিনিধি : নাটোরে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে লালপুর, বাগাতিপাড়া সহ ৬ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান গণ শপথ নিয়েছেন।
বুধবার (১৭এপ্রিল) বিকালে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।
ডিসি মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-২ অাসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ অাসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল , সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানী, অতিরিক্ত এসপি আকরামুল হোসেন, অতিরিক্ত এসপি শরিফুন্নেসা প্রমুখ।
উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহন করেন লালপুর উপজেলায় ইসাহাক আলী, বাগাতিপাড়া উপজেলায় অহিদুল হক গোকুল, সদর উপজেলায় শরিফুল ইসলাম রমজান, সিংড়া উপজেলায় শফিকুল ইসলাম, গুরুদাসপুর উপজেলায় আনোয়ার হোসেন এবং বড়াইগ্রাম উপজেলায় ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ছয় জন ভাইস চেয়ারম্যান ও ছয় জন মহিলা ভাইস চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করানো হয়।
আরো পড়ুন,কেরানীগঞ্জে দুই দল ডাকাতের মধ্যে গুলিবিনিময়, ১ ডাকাত নিহত