ঢাকার সাভারে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর দুই জন কোটিপতি কর্মচারীর হদিস পাওয়া গেছে। তাদের সাভারের বিভিন্ন এলাকায় রয়েছে একাধিক বাড়ি, প্লট ও বহুতল ভবন। রয়েছে ব্যাংক ব্যালেন্স।
সরেজমিনে অনুসন্ধান করে শিমুলতলা জোনাল অফিসের কো-অর্ডিনেটর বজলুর রশিদ ও তার ঘনিষ্ঠ বন্ধু কুশুরা জোনাল অফিসের কো-অর্ডিনেটর সাহাবুদ্দিন মোড়ল বিভিন্ন সময় ট্রান্সফর্মা, ফাইলপাশ, মিটারসংযোগ দেয়ার কথা বলে অবৈধভাবে উপার্জিত অর্থদিয়ে এসব সম্পত্তির গড়েছেন।
সম্প্রতি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডিজিএম টিএম মেজবাহ উদ্দিনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তার অপসারনের দাবীতে শিমুলতলা জোনাল অফিসের সামনে মানববন্ধন করে শতাধিক লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান। এরপরই বেরিয়ে আসে কর্মচারী বজলুর রশিদ ও সাহাবুদ্দিন মোড়লের বিভিন্ন দুর্নীতির চিত্র।
অনুসন্ধানে পাওয়া গেছে, মধ্যগাজীরচট এলাকায় দুই বন্ধু বজলুর রশিদ ও সাহাবুদ্দিন মোড়লের রয়েছে কোটি টাকা মূল্যের ১২ শতাংশ জমির উপর টিন সেড পাকা বাড়ি। যা তারা ভাড়া দিয়ে রেখেছেন। বাড়ির ভাড়াটিয়া মজিবুর রহমান জানান, পাশাপাশি দুটি বাড়ি দুই বন্ধু বজলু ও সাহাবুদ্দিনের। বজলু ১২টি রুম ভাড়া দিয়েছেন। প্রতিমাসে এসে ভাড়া নিয়ে যায়। বজলুর সোনালী ব্যাংক সাভার শাখায় তার নিজের, স্ত্রী ও সন্তানের নামে রয়েছে মাসিক ৩৫হাজার টাকার ডিপিএস।
পলাশবাড়ী এলাকায় ৬শতাংশ করে পাশাপাশি দুই জনের দুটি প্লট রয়েছে। এরমধ্যে ৬তলা ফাউন্ডেশন দিয়ে বুধবার এক তলার ছাদ ঢালাই দিয়েছেন বজলুর রশিদ। আর সাহাবুদ্দিনের প্লটটি খালি রয়েছে। নির্মাণাধীন ভবনটির তত্ত¡বধায়ক রাসেল বাবু জানান, পল্লী বিদ্যুতের বজলুর রশিদ ভবনটির মালিক।
এদিকে নবীনগর জালালাবাদ মডেল টাউনের ভিতরে বিলাসবহুল একটি বহুতল (৬তলা) ভবন নির্মাণ করেছেন পল্লী বিদ্যুতের কো-অর্ডিনেটর সাহাবুদ্দিন মোড়ল। অল্প বেতনের এ দুই কর্মচারীর একাধিক বাড়ি প্লট কিভাবে হলো এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সাহাবুদ্দিনের বিরুদ্ধে পল্লীবিদ্যুতের ট্রান্সফর্মা গোপনে বিক্রির অভিযোগ রয়েছে। এসকল অভিযোগের বিষয়ে সাহাবুদ্দিনের বাড়িতে কয়েক দফায় গিয়ে না পেয়ে তার মুঠফোনে যোগাযোগ করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
গত ৬ই ফেব্রুয়ারি ২০১৯ ঢাকা পবিস-৪ শুভাঢ্যা জোনাল অফিসে দুদক অভিযান চালিয়ে শাহাবুদ্দিন মোড়ল এর আপনাদের ভাই আব্দুল হক মোড়ল এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ রিপোর্ট করেন। দুদক এর রিপোর্ট এর প্রেক্ষিতে জানাব আব্দুল হক মোড়লকে সাময়িক বরখাস্ত করেন মানব সম্পদ বিভাগ।
তবে বজলুর রশিদ একাধিক বাড়ি প্লটের কথা স্বীকার করলেও তিনি বলেন এসবই নিজের রোজগারের টাকায় করা। তবে সাহাবুদ্দিনের নির্মাণাধীন বাড়িতে ট্রান্সফর্মা ও বৈদ্যুতিক তার (ক্যাবল) মজুদ করে রাখার বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. হারুন মুঠোফোনে বলেন, পল্লী বিদ্যুতের কোন কর্মচারী কিংবা কর্মকর্তার বাড়িতে ট্রান্সফর্মা কিংবা তার (ক্যাবল) রাখার এখতিয়ার নেই। বিষযটি তিনি দেখবেন বলেও জানান।
আরো পড়ুন,বেশি দাম দিয়েও মিলছে না মাস্ক
pharmacy on line cheap viagra no prescription drug costs
meds online without doctor prescription online pharmacy drugstore canadian pharcharmy online no precipitation
viagra without rx canada medication pharmacy viagra purchase
most reliable canadian pharmacies legitimate canadian mail order pharmacies compound pharmacy
canadian pharcharmy viagra prizer buy viagra without,prescription
Super ED Trial Pack online pharmacies tadalafil
diabetes online drugs Cialis Super Active
men’s health discount pharmaceuticals panacea pharmacy
does 20mg cialis work cialis causes rashes
order viagra with dapoxetine discreet viagra samples free by mail dapoxetine viagra purchase
cialis generico postepay what is better viagra or cialis or levitra cialis cardiovascular
cialis 5 mg cialis versus levitra versus viagra
payday loans las vegas open 24 hours is sunny payday loans safe payday cash in 15 mins
reviews for united cash loans payday loans for bad credit direct lender fast cash loans billings mt
price of cialis at walgreens pakistan cialis safest and most reliable pharmacy to buy cialis
where to buy cialis in new york maximum amount of cialis cialis para compra
allied cash advance affiliates can you have more than one payday loan in ohio maximum cash out refinance va loan
online viagra generic sildenafil order without prescription can you buy viagra in usa
cash advance direct lender uk cash advance interest rate citibank payday loans in dallas no credit check
Very high quality article
free robux
ri02i e2zcy 4wjr
viagra dose can a woman take viagra viagra com coupon
cialis shop cialis and dapoxetine over the counter viagra cialis