সুকান্ত সরকার বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ দুই ছাত্রীকে যৌনহয়রানীকারী শিক্ষক আক্কাস আলীকে চাকরিচ্যুত করাসহ পাচঁদফা দাবিতে আন্দোলন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিসমূহ হচ্ছে
১.অনতিবিলম্বে আক্কাস আলীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ক্যাম্পাসে আজীবন অবাঞ্চিত ঘোষণা করতে হবে।
২.ভুক্তভোগী শিক্ষার্থীরা যাতে কোনোরকম হয়রানির শিকার না হয় সেই নিরাপত্তা প্রশাসনকে দিতে হবে।
৩.ভার্সিটির কোনো শিক্ষার্থীকে কোনো শিক্ষক প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্থ করার হুমকি দিতে পারবেনা। এধরণের হুমকি দিলে শাস্তির ব্যবস্থা করতে হবে।
৪.ভার্সিটির কোনো শিক্ষক কার্যদিবস ছাড়া ডাকতে পারবেনা এবং ডিপার্টমেন্টাল অফিস ছাড়া কোথাও ডাকতে পারবেনা
৫.অনতিবিলম্বে ডিপার্টমেন্টভিত্তিক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।
আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সকল অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও আক্কাস আলীর বিরুদ্ধে প্রশাসন কোনোরূপ ব্যবস্থা নেয়নি একারণে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি, কোনো যৌন হয়রানিকারীকে আমরা শিক্ষক হিসেবে মানবো না। শিক্ষার্থীরা আরো জানান যেখানে একজন শিক্ষার্থী বাস সংকট আবাসন সংকট নিয়ে কথা বললেও বহিষ্কার হতে হয়,যেখানে শিক্ষার্থীরা সামান্য ফেসবুক পোস্টের জন্য বহিষ্কার হয় সেখানে একজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের আইনঅনুযয়ী যৌন হয়রানির জন্য চাকরিচ্যুত করা হবেনা?
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আইন বিভাগের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া জানান, “আমাদের কাছে অভিযোগ এসেছে এবং অতি দ্রুত আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো”
আরো পড়ুন,নরসিংদীতে করোনা আতঙ্কে মাস্কের মূল্য ৪ গুণ প্রশাসনের নজরদারি অভাব বলছে ক্রেতা
I’ve been exploring for a little bit for any high-quality articles or weblog posts on this sort of house .
Exploring in Yahoo I finally stumbled upon this site.
Reading this info So i’m glad to show that I’ve a very
good uncanny feeling I found out exactly what I needed. I so much for sure will make certain to do not forget this
website and give it a look on a relentless basis.
r0d8y qh797 7et6