মারুফ সরকার:বিনোদন প্রতিনিধি: গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় জমজমাট এক অনুষ্ঠানের মধ্যদিয়ে হয়ে গেল তরুণ নির্মাতা সিকদার সাফিন পরিচালিত ‘কুরিয়ার’ সিনেমার মহরত।
ছবিটি প্রসঙ্গে নির্মাতা সিকদার সাফিন বলেন, ‘ভিন্ন ঘরানার একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি আমার। অতীতে যেসব সিনেমা নির্মাণ হয়েছে আমাদের দেশে তার থেকে আলাদা একটা স্বাদ পাবেন দর্শক এই ছবিটির মধ্যে।
এ মহরত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সিনেমাটির সকল শিল্পী, কলাকৌশলি।ছাড়াও এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক,মুশফিকুর রহমান গুলজার( সভাপতি,বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির)।রাশেদ খান( চলচ্চিত্র প্রযোজক,টি এস নূর প্রোডাকশন হাউজ)। প্রযোজক — আরিফ হোসেন।আলহাজ্ব শাহ্ আলম,শাহিদ,আবু তাহের শাহ্,ফারুক, দেলোয়ার মাসুদ, রিয়াজুল ইসলাম, হাসান শেখ, জিয়ারুল হক প্রমুখ।
‘কুরিয়ার’ সিনেমাটিতে অভিনয় করবেন,চিত্রনায়ক রাশেদ প্রহর,তৌফিক আহমেদ, সারা জেরিন,আরবি আক্তার শেখা,দেলোয়ার প্রিন্স, রোমিও রানা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,শরীফুল ইসলাম।
আরো পড়ুন,জবির ‘ল্যান্ড ল ক্লাবের’ উদ্যোগে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা
Valuable info. Fortunate me I discovered your site by chance, and I’m stunned why
this twist of fate didn’t happened earlier! I bookmarked it.
adreamoftrains web hosting services
Whoa! This blog looks exactly like my old one!
It’s on a totally different subject but it has pretty much the same layout and design. Great choice of
colors!