Breaking News
Home / উদ্যোগ / জাবিতে আগামীকাল থেকে ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ শুরু
মুক্তিসংগ্রাম

জাবিতে আগামীকাল থেকে ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ শুরু

খালেদ সাইফুল্লাহ, (জাবি প্রতিনিধি): ‘মুক্তির আলোয় আলোকিত করি ভূবন’ স্লোগানকে ধারণ করে তৃতীয়বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ শুরু হচ্ছে আগামীকাল (সোমবার) থেকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আয়োজনে ২৫ মার্চ সকালে অনুষ্ঠান শুরু হয়ে চলবে ২৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত।

রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক ও মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসবের আহ্বায়ক অধ্যাপক বশির আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জীবন ও সমাজের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেয়া, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অধ্যাপক বশির আহমেদ আরও জানান, ২৫ মার্চ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এছাড়া অনুষ্ঠানে দেশ বরেণ্য ব্যক্তি ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাহসী বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

তিন দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে ২৫ মার্চ থাকছে মুক্তিসংগ্রাম আর্ট ক্যাম্প ও স্থির চিত্র প্রদর্শনী, মুক্তির সংগ্রাম চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান এবং মুক্তিসংগ্রামের গান ও কবিতা। ২৬ মার্চ অনুষ্ঠানের দ্বিতীয় দিন থাকছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, মুক্তির সংগ্রাম চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া অনুষ্ঠানের শেষ দিন ২৭ মার্চ থাকছে আলোচনা অনুষ্ঠান ও সম্মাননা স্মারক প্রদান, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্র প্রদর্শন এবং সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘একজন জয়নব বিবি ও ভ্রান্তিকাল’ নাটক প্রদর্শন।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদা আখতার, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি শেখ আদনান ফাহাদ, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক এম এম ময়েজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,আলোচিত পাপিয়া যুব মহিলা লীগ থেকে বহিষ্কার

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে

About Tipu

Check Also

গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত জবি প্রশাসনের, ভিন্নমত শিক্ষক-শিক্ষার্থীদের

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে  জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার ...

নরসিংদীতে মাদ্রাসার ছাত্রীকে হত্যা

হৃদয় এস সরকার: নরসিংদীর পলাশ উপজেলায় আফিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রীকে গভীর রাতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *