সজিবুল ইসলাম হৃদয়, নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলায় ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ১০০ মণ ভেজাল গুড়, রং ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৪ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি লালপুর থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের আব্দুর রউফ এর ছেলে মোজাম্মেল হক এর ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালায় । প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার লোকজন পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতির নির্দেশে প্রায় ১০০ মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়। তবে কারখানার মালিকসহ অন্যরা পালিয়ে যাওয়ায় এ ব্যাপারে কোন মামলা হয়নি।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Hi there! Someone in my Myspace group shared this website with us so I came
to check it out. I’m definitely enjoying the information. I’m book-marking and will be tweeting this to my followers!
Exceptional blog and terrific style and design.