রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী বড় বাজারের ইসলাম মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। টানা সোয়া দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৭ টার দিকে রাজবাড়ী বড় বাজারের ইসলাম মার্কেটের রিয়াজ স্টোর থেকে আগুনের সুত্রপাত হয় । এতে পুরে যায় মোহনা কসমেটিকস, মৃধা স্টোর, মোবাইল ক্লিনিক, রিয়াজ স্টোর ও গোডাউন, ক্ষতিগ্রস্থ হয়েছে দত্ত হার্ডওয়ারের মালামাল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজবাড়ীর উপ-সহকারী পরিচালক মোঃ শওকত আলী জোয়ার্দ্দার জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনের সুত্রপাত সম্পর্কে তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। একটি তদন্ত কমিটি করা হবে তখনই আগুনের মুল কারন ও ক্ষতির পরিমান জানা যাবে।