নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সম্মেলন ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন সর্বস্তরের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলন ঘিরে সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন মো. নাছিম উদ্দিন। তিনি উত্তর ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি ও সাবেক সহ-সম্পাদক।
এছাড়াও ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
আগামীতে দেশ ও সংগঠনের প্রয়োজনে আরও কর্মোদ্যম হয়ে উঠার প্রত্যাশা এই নেতার।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী এই প্রার্থী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনা আপাকে পুনরায় ক্ষমতায় আসীন করতে আমরা ছাত্রলীগ বদ্ধ পরিকর।আশা করি ২ তারিখ সম্মেলনের মাধ্যমের আগুন সন্ত্রাসী ও স্বাধীনতার অপশক্তির বিরুদ্ধে আলোর মশাল ধরতে পুরোপুরি প্রস্তত হব।
এদিকে সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘিরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কমিটিতে স্থান পেতে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বিরাজ করছে শেষ মুহুর্তের উত্তেজনা।
প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন হবে।