কেরাণীগঞ্জে যুবককে তুলে নিয়ে গিয়ে পেটালো সন্ত্রাসীরা

ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিম পাড়া এলাকার আদর ইসলাম সুমন নামে এক যুবক কে বাসা থেকে কাজে যাওয়ার সময় চুনকুটিয়া গার্লস স্কুলের সামনে হইতে ৪টি মটর সাইকেল দিয়ে সন্ত্রাস বাহিনীরা এসে আদর কে তুলে নিয়ে যায়।

শুভাঢ্যা দিঘিরপাড় রতনের খামার কোয়েটি প্রজেক্ট এর সামনে নিয়ে রড দিয়ে ৭-৮ জন তাকে পিটায়। পিটিয়ে তাকে ঘটনাস্থলে ফেলে চলে যায়।

অভিযোগ সূত্রে জানা গেছে আদর ইসলাম সুমন এর পিতা- মোঃ নজরুল ইসলাম নজু দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হাজির হইয়া অভিযোগ করেন। আমার ছেলে বিবাদি ১ মোসাঃ আখি (৪০), স্বামী Ñ শ্যামল, ২। শ্যামল (৪৫), পিতাÑমৃত করিম মিয়া, সাং- সাং- শুভাঢ্যা পশ্চিম পাড়া, থানাÑ দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকাদ্বয়ের মেয়ে সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক করায় এই বিষয়টি নিয়া এলাকায় বিচার শালিশির মাধ্যমে এলাকার লোকজন আপোষ মিমাংসা করে দেন। এ কারনে বিবাদীদ্বয় প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে সুযোগ খুজিতে থাকে। এক পর্যায়ে ইং-২৩/০৪/১৯ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় আমার ছেলে কাজে যাওয়ার সময় ইং- ২৩/০৪/১৯ তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় চুনকুটিয়া পুরাতন বেবী ষ্টান্ড হইতে আমার ছেলেকে অজ্ঞাতনামা ৭/৮ জন লোক জোর পৃর্বক মটর সইকেল যোগ ধরে অত্র থানাধীন পশ্চিমপাড়া রতনের খামারে নিয়ে যায়।

সেখানে অপেক্ষামান ১ ও ২ নং বিবাদীর হুকুমে বিবাদী ৩ । মোঃ লিটন (৪০), পিতা- মাদবর মিয়া, ৪। মোঃ সবুজ মিয়া (৩০), পিতা-অজ্ঞাত, সাং-শুভাঢ্যা পশ্চিমপাড়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাগন আমার ছেলেকে উক্ত অজ্ঞাতনামা বিবাদীদের নিকট হইতে নিয়া ৩নং বিবাদার হতে থাকা লোহার রড দিয়া আমার ছেলেকে পিটাইয়া শরীরের বিভিন্ন  স্থানে নীলা ফুলা জখম করে। বিবাদী সবুজ এর হাতে থাকা লাঠি দিয়া আমার ছেলের বাম হাতের কনুয়ের নিচে বারি মারিয়া ফাঁটা রক্তাক্ত গুরুতর জখম করে। পরে ১নং বিবাদী আমার ছেলের মোবাইলের ম্যাসেন্জারে লিখে পাঠায় যে কেমন মাইর খেলে। আমি সংবাদ পাইয়া ঘটনা¯’নে গিয়া আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পাইয়া চিকিৎসার জন্য মিডফোর্ড হাসপাতালে নিয়া চিকিৎসা করাই চিকিৎসা শেষে থানায় আসিয়া অভিযোগ দায়ের করি।

নিউজ ঢাকা

আরো পড়ুন,বইমেলায় সুবর্ণ আইজ্যাক বারি’র ‘দ্য লাভ’

Check Also

কেরানীগঞ্জে-দখলকৃত-বাড়ি-ফিরে-পেল-ভুক্তভোগী-পরিবার

কেরানীগঞ্জে আব্বা বাহিনীর বাড়ি দখল,১০মাস পর বাড়িতে ঢুকলো দম্পতি

ঢাকার কেরানীগঞ্জে আলোচিত আব্বা বাহিনীর হাতে দখল হওয়ার ১০ মাস পরে ঢাকা জেলা পুলিশ সুপারের …