জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুনরায় শুরু হয়েছে স্থগিত হওয়া আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। বৃহষ্পতিবার সংগীত বিভাগকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ।
খেলায় ২-০ গোলে সংগীত বিভাগকে হারানোর পথে দলের পক্ষে একটি করে গোল করেন আনোয়ার হোসেন ও হিমেল। খেলায় প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ। পরে আর খেলায় সমতায় ফিরতে পারেনি সংগীত বিভাগ।
বিভাগের প্রথম জয়ে উচ্ছ্বসিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ ফুটবল দলের ম্যানেজার সহকারী অধ্যাপক নাসরিন আক্তার বলেন, আজকের খেলার জয় আমাদের বিভাগের ও বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
ফুটবল খেলার জন্য বিভাগীয় তথা বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ সুবিধার অপ্রতুলতা সত্ত্বেও আমাদের দল অনেক ভালো পারফর্ম করেছে। এই জয় দলের মনবল আরো বাড়িয়ে তুলেছে। আশা করি সামনের ম্যাচগুলোতেও ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ফুটবল টিম আরো ভালো খেলবে।
ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ ফুটবল দলের অধিনায়ক আবু সুফিয়ান বলেন, এটা ভার্সিটির কোনো টুর্নামেন্টে আমাদের বিভাগের প্রথম জয়। নতুন বিভাগ হওয়ায় আগে বিভাগে শিক্ষার্থী কম ছিল। আমাদের টিমে ভালো প্লেয়ার ও ছিল না। এবার চিত্র ভিন্ন। আমরা আশা করছি এবার টুর্নামেন্টে সেমি ফাইনাল খেলব।