কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১০ দিন ছুটি কাটিয়ে সোমবার (১০ অক্টোবর) থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস প্রাঙ্গণ।
দীর্ঘ ছুটির পর ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা হয়ে উঠেছে প্রাণোচ্ছল। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর পূজার ছুটি পেয়ে তারা আনন্দের সহিত যার যার বাড়ি ফিরে। কিন্তু হঠাৎ ক্যাম্পাসের উদ্ভুত পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সিদ্ধান্ত তাদের সবাইকে শঙ্কায় ফেলে দেয়। ক্যাম্পাস সময় মতো খুলবে কিনা এ নিয়েও তাদের মধ্যে চলে নানা দ্বিধাদ্বন্ধ।
এ বিষয়ে বাংলা ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া সুলতানা বলেন, বন্ধের পর ক্যাম্পাসে ফিরে খুবই ভালো লাগছে।দ্বিধায় ছিলাম যে এমন পরিস্থিতির কারণে সময় মতো ক্যাম্পাস খুলবে কিনা বা ক্লাস শুরু হবে কিনা? কিন্তু এখন ক্যাম্পাস সময় মতো খুলেছে তাছাড়া ক্লাসও ঠিক মতো শুরু হয়েছে। আশা রাখবো পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে ও আমরা সুষ্ঠুভাবে ক্লাস চালিয়ে যেতে পারি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেজন্য আমাদের প্রথম কাজ ছিলো শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া। সেজন্যই আমরা একটা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছিলাম। যার ফলে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ছিল এই কয়দিন। আর এর কারণেই আমরা ক্যাম্পাস সময় মতো খুলে দিতে পেরেছি।