হ্নীলায় দোকান বন্ধ করার সময় এক ব্যবসায়ীর ৪লাখ টাকা নিয়ে লাপাত্তা দুষ্কৃতকারী,থানায় অভিযোগ

বার্তা পরিবেশক:

টেকনাফের হ্নীলা রাতের বেলা প্রতিদিনের মতো লাইট বন্ধ করে দোকানের দরজা করার সময় হঠাৎ পিছনে থেকে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতিকারী এসে দরগা এলাকায় মাহমুদা মার্কটে দিলদার নামক এক ব্যবসায়ির ৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা। এঘটনায় ফুলের ডেইলের অলি ছোছের ছেলে দোকানদার দিলদাল বাদী হয়ে সন্দেহজনকভাবে দরগা এলাকার সামছুল আলম প্রকাশ দধাইয়া (৪৫), আব্দুল গণি(৪০) উভয় পিতা-মৃত বক্কর, মো. শফি আলম (৩০) পিতা-কালু ফইর,মোঃ ইউসুফ (৩৫ )পিতা-মইনাকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সুত্রে জানা যায়, সোমবার (১২ ডিসেম্বর) রাত অনুমানিক সাড়ে ৮টায় সময় এঘটনা সংঘটিত হয়্।

অভিযোগে বলা হয়,’ ঘটনাস্থল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া মাহমুদা মার্কেট এর আমার নিজ নামীয় হার্ডওয়ার ও বিকাশের দোকান ।আমি প্রায় টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া মাহমুদা মার্কেটে হার্ডওয়ার ও বিকাশের দোকান দিয়ে ব্যবসা করিয়া আসিতেছি । আমার দোকান বন্ধ করার সময় ইং ১২/১২/২০২২ খ্রিঃ তারিখ রাত অনুমানিক ৮.৩০ ঘটিকার সময় টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া মাহমুদা মার্কেট এর আমার নিজ নামীয় হার্ডওয়ার ও বিকাশের দোকানে আসিয়া আমার দোকানে থাকা নগদ ৪,০০,০০০ / – টাকা এবং ০৩ টি মোবাইল ফোন , যাহার সিম নম্বর- ০১৮৭৭ ৯৫০২৫৭ , ০১৮৬৭-৫৩৫৪৬৩ , ০১৮৩২-৯০১৬৪৪ , ০১৮৬৮-৬৪৯৮০১ , ০১৮৭৭-৯৭০৬৯৬ , যাহার মূল্য অনুমান ৪৫,০০০ / – টাকা এবং আমার মানি ব্যাগ ও আমার ভোটার আইডি কার্ড চুরি করিয়া নিয়া যায়। উক্ত বিবাদীদের কে অনেক খোঁজাখুজি করে না পাইয়ে তাহাদের ব্যবহৃত মোবাইল ফোনে ০১৮২০-২৯৮২১৬ করিলে তাহাদের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। উক্ত বিবাদীদের অনেক খোঁজা খুজি করিয়া না পাইয়া আত্মীয়-স্বজনদের সহিত আলাপ আলোচনা করিয়া উপরোক্ত বিবাদীর বিরুদ্ধে থানায় আসিয়া অভিযোগ দায়ের করা হয়েছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরাণীগঞ্জে র‌্যাবের হাতে মলম পার্টি চক্রের ০২ সদস্য গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে মলম পার্টি চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ১৭ ডিসেম্বর …

error: Content is protected !!