আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:
ইউটিউবে ওয়াজ শুনে ও মুসলমানদের সংস্পর্শে এসে ইসলামের নিয়মকানুনের প্রতি অনুপ্রাণিত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সাতকানিয়া শ্যামমুহুরী ইউপির নলুয়া পাড়া এলাকার স্বপন মল্লিকের পুত্র সজীব মল্লিক।
জানা যায়, সোমবার , (৪ সেপ্টেম্বর) সকালবেলা নওমুসলিম মুহাম্মদ ইয়াসিন কক্সবাজার নোটারী পাবলিকের কার্যালয়ে ” আদালতে ধর্ম পরিবর্তনের হলফনামা টি এড. আবু মুসা মোহাম্মদের মাধ্যমে নিশ্চিত করেন।
ইসলাম ধর্ম গ্রহণকারী সজীব মল্লিক (বর্তমান নাম মুহাম্মাদ ইয়াসিন )। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানার শ্যামমহুর ইউপির বাসিন্দা ও স্থানীয় মধ্যে নলুয়া পাড়া স্বপন মল্লিকের ছেলে। সেই বর্তমানে টেকনাফের বাহারছড়া দক্ষিণ শিলখালী এলাকায় ব্যবসা করেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস করেন।
জানা যায়, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে হলফনামায় স্বাক্ষর করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন এই যুবক। একইসঙ্গে তার পূর্বের নাম ( সজীব মল্লিক ) পরিবর্তন করে মুহাম্মদ ইয়াসিন নাম গ্রহণ করেন।
ইয়াসিন বলেন,” ইসলাম একমাত্র জীবনব্যবস্থা; যার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মুক্তি সম্ভব। সে মোতাবেক আমি একজন আলেমের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতে কেহ আমাকে জোর করেনি, স্বেচ্ছায় সজ্ঞানে কারো দ্বারা বাধ্য না হয়ে সুষ্ঠু বুদ্ধি সম্পন্ন ও সাবালক হিসেবে নিজের ইচ্ছার ইসলাম ধর্ম গ্রহণ করছি।”