আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়া মারিষবনিয়া এলাকার বনের হরিণ শিকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে বন বিভাগ। হরিণ শিকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রান্নার রেসিপি শেয়ার করলে পরবর্তীতে সচেতন মহলের দৃষ্টিগোচর হয়। এতে স্থানীয় সাংবাদিকসহ প্রশাসনের নজরে আসে।
জানা যায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পরে শিলখলাী রেঞ্জের বন কর্মকর্তা কর্মচারিরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কিন্তু মূল শিকারীরা ধরাছোঁয়ার বাহিরে থেকে যায়। ভিডিওতে ফারুককে বলতে শুনা যায়, তার কলিগরা পাহাড়ে হরিণ শিকার করে। এমন কি এসব হরিণ এলাকায় পালন করা হয় বলেও তুচ্ছতাচ্ছিল্য করে সবাই জানে বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য,বাংলাদেশের পরিচিত একটি স্তন্যপায়ী প্রাণী মায়া হরিণ। মনোমুগ্ধকর এদের দৈহিক গড়ন ও মায়াবী চাহনী। এরা পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তবে অসাধু শিকারীদের ফাঁদসহ বিভিন্ন কারণে বিশাল বন থেকে হরিণ হারিয়ে যাচ্ছে। বন বিভাগের একটি সমীক্ষা বলছে কক্সবাজারের দক্ষিণ বনাঞ্চলে বনে ২৮৮ প্রজাতির বিভিন্ন জীবজন্তু বা পশু পাখির অস্তিত্ব ছিল কিন্তু পাহাড় দখল ও বন উজাড় হয়ে যাওয়ার কারণে এসব প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে বনে গুটিকয়েক হাতি, বানর, শুয়োর ও হারিণ রয়েছে এসব প্রাণীও শিকারসহ বন উজাড়ের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
শিলখালী রেঞ্জের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।