হরিণ চোখের মেয়ে। রকি মেরাজের কবিতা

হরিণ চোখের মেয়ে

গাহি প্রেমগীত-
মুক্ত আমি,
ভষ্ম আমি,
স্নিগ্ধ তোমার চোখে।
মৃত্যু হবে এই শহরে তোমার দেয়া সুখে।
উধাও হলো সুখ,
উধাও হলো দুঃখ, উধাও হলো চোখ।
রিক্ত হাতে মন খারাপে ধরে আনি চোখ।
যেই চোখেতে! রঙধনুতে! রঙ মাখে এক মুখ।
সেই চোখেতে মৃত্যু দেখে অসহায় এক মুখ।
মৃত্যু মুখে এই শহরে কাঁদে আমার চোখ।
চোখে চোখে রঙধনুতে হরিণ রাঙা চোখ।

লেখক: রকি মেরাজ

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

আসছে সাজেদুর আবেদীন শান্তর ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’

নিজস্ব প্রতিনিধি: অমর একুশে বইমেলায় আসছে কবি সাজেদুর আবেদীন শান্তর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ ভোর অথবা …

error: Content is protected !!