শেখ জাহান রনি,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুন) দুপুরে জেলা পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ হেডকোয়ার্টার প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচন করা হয়।
সভায় জেলার সকল থানার কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০২১ সালের এপ্রিল মাসে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করে পুরস্কার দেয়া হয়।নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মাধবপুর- চুনারুঘাট সিনিয়র এএসপি মহসিন আল মুরাদ সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।