স্পা সেন্টারে অনৈতিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ২৪ জনের জামিন

রাজধানীর গুলশানের স্পা সেন্টারে অনৈতিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতারকৃত ২৪ জনকে জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন- গুলশানের ‘অল দ্যা বেস্ট স্পা’ সেন্টারের শাহিনুর আক্তার পায়েল, আয়েশা আক্তার অবনী ওরফে সংগীতা, নুরুন্নাহার, খালেদা আক্তার, অনন্যা আক্তার, নুরজাহান আক্তার ওরফে নোহা, সায়েমা আক্তার সাথি ওরফে তিশা, শম্পা আক্তার, শান্তা আক্তার, মহিবুল হক ভূঁইয়া ও শাহজাহান।

এর আগে গুলশান থানা পুলিশ মানবপাচার আইনে করা পৃথক তিন মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ বিরোধীতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আদেশ দেন।

‘হ্যাপি অ্যান্ড থাই স্পা’ সেন্টারের-শহিদুল্লাহ সুমন, রিপন মিয়া, মোছা. মরিয়ম আক্তার, মোছা. টুম্পা খাতুন ইরা, মোছা. তাশফিয়া আক্তার তানহা, আফরোজা আক্তার, রাইসা ওরফে ইতি এবং সাদিয়া আফরিন উর্মি।

‘লোটাস থাই স্পা’ সেন্টারের-নুরে আলম, পারভীন আক্তার ওরফে ইভা, বিউটি আক্তার, সোনিয়া আক্তার ও শ্রাবনী আক্তার।

গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (এসআই) সাইফুর রহমান বিষয়টি তথ্য নিশ্চিত করেন।

সূত্র : বিডি – প্রতিদিন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

খুদে লেখক রুপাই এখন সেভেনে বেরিয়েছে চতুর্থ গল্পগ্রন্থ- ‘৮ গোয়েন্দা ৩ প্রশ্ন’

প্রথম যখন ওর গল্পের বই বের হয়, তখন তৃতীয় শ্রেণিতে। গল্পগুলো লেখা দ্বিতীয় শ্রেণিতে থাকতে। …

error: Content is protected !!