সোহরাওয়ার্দী কলেজস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে মাহফুজ-রাজিবুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত বাগেরহাট জেলা থেকে আগত শিক্ষার্থীদের সমন্বয়ে সোহরাওয়ার্দী কলেজস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: রাজিবুল্লাহ দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১৪ জুন) উপদেষ্টামন্ডলীরা কমিটি অনুমোদন দেন।

কমিটিতে অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের জয় প্রকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের জান্নাতুন নাহার জয়া, নাওফেল শাহরিয়ার ও মিজানুর রহমান রয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে আসিফ চৌধুরী, নাদিম হাসান, মিথিলা হায়দার, দপ্তর সম্পাদক হিসেবে গাজী মিল্লাত মাহমুদ, উপ দপ্তর সম্পাদক হিসেবে রুবেল ভূঁইয়া , প্রচার সম্পাদক পদে আশিকুল ইসলাম, উপপ্রচার হিসেবে আরিয়ান আহমেদ বাইজিদ,ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা: আসমা আক্তার এবং সহ-সম্পাদক পদে বাইজিদ ইসলাম আছেন।

উক্ত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটির সভাপতি কাজী মাহফুজুর রহমান বলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ভর্তি পরিক্ষা দিতে ঢাকায় আসেন। তাদের মধ্যে বাগেরহাটের অনেক শিক্ষার্থী ও আসেন। তাদের সার্বিক সহযোগিতা করার লক্ষে আমাদের এ উদ্যোগ । আমরা বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবো

সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল্লাহ বলেন, আমি অনেক দিন ধরে আমার একটা ইচ্ছা ছিলো সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে নিজ জেলা বাগেরহাট এর একটি ছাত্রকল্যাণ পরিষদ করা । সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছিলাম। নিজ হাতে নিজের জেলা ছাত্রকল্যাণ পরিষদ গঠন করে আমার সেই ইচ্ছা পূরণ করলাম।

তিনি বলেন, অধিভুক্ত সাত কলেজে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসা বাগেরহাট জেলার ছাত্র ছাত্রীদের সাহায্য করা সহ সকল প্রকার সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করবো। বাগেরহাট জেলার সকল শিক্ষার্থীর অধিকার আদায়ে আমরা সর্বাত্মক চেষ্টা করব। এবং সব সময় তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে …

error: Content is protected !!