ডেস্ক রিপোর্ট: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাপ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কামরুজ্জামান (সুজন) ও সাধারণ সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম মনোনীত হয়েছেন।
শুক্রবার উপদেষ্টা মন্ডলীরা কমিটি অনুমোদন দেন।
কমিটিতে অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মিথুন মন্ডল, সহ-সভাপতি প্রতিম বিশ্বাস, গোবিন্দ বাড়ৈ,অরুন দাস, শিমুল বিশ্বাস, জেসকো জ্যোতী চৌধুরী,সানাউল ফকির
,সম্রাট তালুকদার,আকাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাঈদ মোল্যা,আতিকুর রহমান
ও কিরণ দাস,সাংগঠনিক সম্পাদক দুলাল ঢালী,তাজিবুল কাজী, বিদ্যুৎ বৈরাগী ও লিটন দাস, প্রচার সম্পাদক রিফাত ইসলাম, দপ্তর সম্পাদক মো: মাসুদ ফকির (আফনান),গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবা ইসলাম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এস.এম জামিউল আলম নাফি, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো: নোমান মোল্লা, ক্রীড়া বিষয়ক সম্পাদক অজয় মল্লিক, পাঠাগার বিষয়ক সম্পাদক সঞ্জিব রায়, তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক আজমল হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক হাসান মোল্লা, আইন বিষয়ক সম্পাদক জাবের ইসলাম সবুজ,পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম মোল্লা,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অজিত বৈরাগী, ধর্ম বিষয়ক সম্পাদক শামিম শেখ, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক পল্লবী রায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সজিব মূর্ধা ও ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে যুথী খানম রয়েছেন।
এছাড়াও সহ-সম্পাদক হিসেবে আছেন আরিফ মূর্ধা,আশিস বৈদ্য,সোহাগ বিশ্বাস প্রণোব হালদার, মো: হাফিজ,দূর্জয় মল্লিক,সঞ্জল বাড়ে, আব্দুর রহমান,অটল ও চয়ন রায়, সদস্য হিসেবে জান্নাতুন নাহার জয়া,অমিত মন্ডল,দিনোবন্ধুঅতনু বৈদ্য ত্রোপা,সৌরভ বালা, সম্রাট তালুকদার, সোহান মোল্যা,সানি আব্দুল্লাহ (নয়ন), রতন হীরা, জয়ন্ত বিশ্বাস, সনেট গুপ্ত ও হৃদয় মল্লিক।