সেলস এম্বাসেডর বাংলাদেশের ক্যারিয়ার ফেস্ট অনুষ্টিত

বেনজির আবরার, বিশেষ প্রতিনিধিঃ দেশের সেলসে কাজ করা ব্যক্তিদের শীর্ষ সংগঠন “সেলস এম্বাসেডর বাংলাদেশ” সম্প্রতি আয়োজন করে “আইসিটি ও মোবাইল ইন্ড্রাস্টির ক্যারিয়ার ফেস্ট ২০১৯”। আয়োজনটি অনুষ্টিত হয় কুমিল্লা শহরের নওয়াব ফয়জুন্নেসা স্কুলের অডিটোরিয়ামে।

কুমিল্লার এই আয়োজনে অংশ নেন চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এবং বৃহৎত্তর কুমিল্লার সেলসে কর্মরত ২ শতাধিক মানুষ।

আয়োজনে অংশ নেন গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার আনাস খান, শার্পনারের সিইও ও সেলস বিষয়ক জনপ্রিয় প্রশিক্ষক
নজর ই জিলানী, ডলফিন ডিজিটালের ডিরেক্টর
মনোয়ারুল ইসলাম রিবেল, বিডি থাই কসমো লিমিটেডের সেলস এ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোহাম্মাদ ইউসুফ, সেলস এম্বাসেডর বাংলাদেশের ফাউন্ডার বেলায়েত মামুন,
সেলস এম্বাসেডর বাংলাদেশের কো-ফাউন্ডার আকবর হোসাইন খান, অপ্পোর রিজিওনাল ট্রেইনার ফয়সাল সাগর।

আয়োজনটি নিয়ে বেশ উচ্ছসিত ছিলেন অংশগ্রহনকারীরা। আয়োজকদের পক্ষে
আকবর হোসাইন খান বলেন, ” আঞ্চলিক পর্যায়েও আমরা সেলসে কর্মরতদের মধ্যে নেটওয়ার্ক ছড়িয়ে দিতে কাজ করছি। আমাদের সারাদেশের পরিকল্পনার মধ্যে প্রথম ধাপের সমাপ্তি হলো। এই বছরের শেষে আমরা বাংলাদেশে “আন্তর্জাতিক সেলস এম্বাসেডর মিটআপ ২০১৯” করবো কক্সবাজারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাহারছড়ায় জমির বিরোধে সাংবাদিকদের প্রতিপক্ষ সন্দেহ করে মারধর; উভয় পক্ষের আহত-৩

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউপির বাইন্না পাড়া এলাকায় বিরোধীয় জমির মালিক পক্ষ ও ৩জন …

error: Content is protected !!