সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেলেন নয়ন আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি ফটোগ্রাফার নয়ন আহম্মেদ।বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আলোচনার শীর্ষে এই ফটোগ্রাফার।গত ১ সেপ্টেম্বর রাজধানী তেজগাঁও অবস্থিত আলোকি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ঢাকা ফ্যাশন ডে।ঢাকা ফ্যাশন তে বেস্ট ফটোগ্রাফার এওয়ার্ড পান নয়ন আহম্মেদ। বাংলাদেশের জনপ্রিয় কোরিওগ্রাফার বুলবুল টুম্পা,কলকাতা থেকে আগত শর্মিষ্ঠা ঘোষ ও সুকান্ত কার্সির হাত থেকে সম্মান্ননা গ্রহন করেন নয়ন আহম্মেদ।ঢাকা ফ্যাশন শো আয়োজন করেন পিএইচ এন্টারটেইনমেন্টের কর্নধার ও জনপ্রিয় কোরিওগ্রাফার পিয়াল হোসাইন।

উল্লেখ্য নয়ন আহম্মেদ ছায়ারণ্য ফটোগ্রাফি কোম্পানির প্রতিষ্ঠাতা ও চিফ ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করতেছেন।এর আগে ২০২১ সালে ও ২০২২ সালে এস আর মাল্টিমিডিয়া স্টার এওয়ার্ড এ বেস্ট ফটোগ্রাফার সম্মান্ননায় সম্মান্নিত হন। ফটোগ্রাফির পাশাপাশি অভিনয় ও সাংবাদিকতার পেশায় নিয়োজিত আছেন নয়ন আহম্মেদ।

সম্মান্ননা নিয়ে নয়ন আহম্মেদ বলেন,কাজ খুবই আনন্দের।কিন্তু সেই কাজ আরও প্রেরণামূলক যদি তা স্বীকৃতি পায়।তিনি বলেন বাংলাদেশে এত এত এওয়ার্ড প্রোগ্রাম হয় কিন্তু সেখানে ফটোগ্রাফি কোন কেটাগরি থাকে নাহ।যদি ফটোগ্রাফি কেটাগরিতে সম্মান্ননা।প্রধান করা হতো তাহলে বাংলাদেশের হাজারো ফটোগ্রাফার আরও কাজ করার উৎসাহ পেত।আমি মনে করি আওব জায়গা এমনি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার,মেরিল প্রথম আলো পুরষ্কারেও ফটোগ্রাফি কেটাগরি রাখা উচিত।সবাই আমার জন্য দোয়া করবেন।যাতে আমি বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি & ফ্যাশন ইন্ডাস্ট্রির এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

পশ্চিম টেকপাড়া সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গত ০৭ জানুয়ারী রোজ শনিবার পেঁচারদ্বীপস্থ বাতিঘরে প্রায় ৭০ পরিবারের ১৮০ সদস্যদের নিয়ে …

error: Content is protected !!