সজিবুল হৃদয়: নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্বাস্থ্যসেবা দিচ্ছেন অ্যাম্বুলেন্স চালক আমজাদ হোসেন। কানে স্টেথিস্কোপ দিয়ে প্রেশার মাপছেন তিনি। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
বিষয়টি আদালতের নজরে এলে সংশ্লিষ্ট আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাইদ স্বপ্রনোদিত হয়ে ঘটনাটি আমলে নিয়ে তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
শনিবার (০৮) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাইদ সাক্ষরিত ম্যাজিস্ট্রেটের রেকর্ডের জন্য আদেশনামায় এতথ্য জানা যায়।
আদেশে আরো বলা হয়, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ও ২৮ ধারার অপরাধ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৯০(১) (সি) এর অধিনে মামলা গ্রহণ করে তদন্তের স্বার্থে অ্যাম্বুলেন্স চালক আমজাদ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক। এবং আগামি ১৯ অক্টোবর তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।