সুব্রত সাংমা হত্যা মামলার এক আসামীর গ্রেফতার

পলাশ সাহা,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধিঃ

সুব্রত সাংমা হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ অক্টোবর সোমবার দুপুরে বাগেরহাটের মোংলা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোংলা পৌর শহরের মনপুরা ব্রিজ সংলগ্ন তোতা মিয়ার বাড়িতে তাকে পাওয়া যায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেছেন,চাঞ্চল্যকর নেত্রকোনার দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল আউয়ালকে সোমবার দুপুরে গ্রেফতার করে নিয়ে গেছে দুর্গাপুর থানা পুলিশ।

বিভিন্ন সূত্রে জানা গেছে,তোতা মিয়ার জামাই রুবেলের সঙ্গে রোববার রাতে ওই বাড়িতে আসেন আব্দুল আউয়াল। রুবেল আউয়ালের রাজনৈতিক সহযোগী। দুর্গাপুর থেকে সে তাকে পালাতে সাহায্য করে। গত ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হবার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ৮ অক্টোবর মারা যান সুব্রত সাংমা। তার মৃত্যুতে দুর্গাপুরে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। তারা আসামীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবি জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে জাঁকজমক নির্বাচনী প্রচারণায় কর্ণেল রমজান

লালপুর (নাটোর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে …

error: Content is protected !!