বিশেষ প্রতিনিধি:
সারাদিন ব্যাপী এবারো ভালবাসা দিবসে ভালবাসা ভাগাভাগি হয়েছে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে। ব্যাতিক্রমী এ আয়োজন ছিলনা কোন প্রেমিক-প্রেমিকার সাথে,কোন স্বজনদের সাথেও নয় ছিল সুবিধা বঞ্চিত শিশুদের সাথে।
কক্সবাজার জেলার কিছু তরুন-তরুণী এ দিনটিকে আর অন্যান্যদের মতো তথা কথিত ভালোবাসার স্রোতে গা ভাসিয়ে কিংবা আর আট দশটা সাধারণ দিনের মতোই পালন করেনি। এ ভালোবাসা দিবস তারা ব্যক্তিগত ভাবে উদযাপন না করে ছড়িয়ে দিয়েছে শ’ খানেক সুবিধা বঞ্চিত শিশুর মধ্যে।তাদের নিয়ে পালন করেছে ভালোবাসা দিবস। তারা আজকের দিনের প্রোগ্রামের অংশ হিসেবে সারাদিন ব্যাপী ব্যতিক্রমী কিছু উদ্যােগ গ্রহন করেন।
সকালের অধিবেশন টা ছিল লাইট হাউস এলাকায় একটা সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে। সংগঠনের সদস্যরা শুরুতে সুবিধা বঞ্চিত শিশুদের ফুল দিয়ে বরন করেন।শিশুদের মাঝে তুলে দেওয়া হয় শিক্ষা উপকরণ(কলম,পেন্সিল,রবার,কাটার,স্কেল)।
দীর্ঘ সময় তাদের সাথে গল্পে গল্পে বিভিন্ন ধরনের জাদু দেখিয়ে সময় কাটিয়ে আনন্দে মেতে উঠেন সবাই।
তাদের জন্য চমক হিসাবে ছিলে বিখ্যাত জাদুকর রমজান আলি সিকদার এর জাদু প্রদশর্নী সবার জন্য ছিলো নাস্তার ব্যবস্থা। পরিশেষে ছিলো সবাইকে নিয়ে কেক কাটা।তাদের ২য় পর্ব অনুষ্ঠিত হয় বিকাল বেলা দীর্ঘতম সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে।শিশুদের নিয়ে গানের আড্ডায় সময় কাটাতে কাটাতে সবার সাথে আবারও কেক কেটে আনন্দ ভাগাভাগি করা হয়।
ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যহত থাকবে বলে জানান আয়োজকরা এবং সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান সবাই যেন অন্তত একজন করে শিশুর দায়িত্ব নিয়ে সমাজ এগিয়ে যাওয়ায় অবদান রাখেন।তাহলে শিশু নিরাপদে, আনন্দে বেড়ে উঠবে।
উপস্থিত ছিলো,তারুণ্যের অভিযাত্রিক সংগঠন এর প্রতিষ্ঠাতা এডমিন- হিমেল বড়ুযা হিমু,এডমিন- ফাহিম ফয়সাল রাফি, এডমিন- মিশু বড়ুয়া। মডারেটর- যিশু কান্তি দে,কার্যকারী সদস্য- রুবেল বড়ুয়া,হীরণ বড়ুয়া,সদস্য- মারিয়া তাসকিন,শেখ রাসেল,হামিদ কায়ছার,এরফানুল হক মানিক,জীবন,বাধঁন সরকার