সুন্দরী নারীদের নিয়ে মিস এভারগ্রিন প্রতিযোগিতা

শনিবার সন্ধ্যায় দেশের সুন্দরী নারীদের নিয়ে জমকালো ভাবে আয়োজন করা হয় মিস এভারগ্রিনের সেমিফাইনাল পর্ব । এই পর্বে ৩০ জন প্রতিযোগি থেকে বাছাই করা হয় ১০ জন ফাইনালিষ্ট কে । প্রতিযোগিতায় বিচারকের আসনে দেখা গেছে চিত্রনায়িকা রোজিনা , দীপা খন্দকার , অন্তু করিম , সংগিত শিল্পী মিলা ও নৃত্যশিল্পী সোহাগকে। এছাড়া ও উপস্থিত ছিলেন মেসবাহউল আলম সাজু।

 

আপস
এসময় নিজেদেরকে তুলে ধরতে র‍্যাম্পে হাটেন সুন্দরী তরুনিরা । নিজের চোখের সুন্দর্যকে ফুটিয়ে তুলতে কেউ কেউ উপস্থিত হয়েছিলেন কাজল মেখে । কেউ আবার লাল রঙ্গা লিপ্সটিকে নিজের ঠোট রাঙ্গিয়েছেন । বিচারকদের কাছে নিজেদের প্রতিভা তুলে ধরতে নৃত্য ও সংগীত ও পরিবেশন করতে দেখা গেছে প্রতিযোগীদের । ফাইনালে কার মাথায় উঠবে বিজয়ের মুকুট? তা দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

অশ্লীলতায় ভরপুর ইতিচিত্রা সিনেমার গান

বৃষ্টি ভেজা বিকেলে বন্ধ এক ঘরে একে অপরকে জড়িয়ে ধরে রেখেছেন দুই প্রেমিক যুগল।চারপাশে নিস্তব্ধতায় …

error: Content is protected !!