সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দারিয়েছে নরসিংদীর হিজরা

হৃদয় এস সরকার,নরসিংদী: সিলেটে বন্যায় মানবেতর জীবন-যাপন করছে অংসখ্য অসহায় মানুষ। তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নরসিংদীর তৃতীয় লিঙ্গের হিজরা জনগোষ্ঠীরা। ত্রাণ, বিস্কুট, ব্রেড, মুড়ি, কলা, খাবার স্যালাইন, পানি, ওষুধপত্র ইত্যাদি খাবার নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছে তারা। নরসিংদী জেলা, পৌর শহর, সদর থানা হিজরা সংগঠনের ব্যানারে এই উদ্যোগ নেয়া হয়েছে।

হিজরা সংগঠনের মীম বলেন, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানববেতর জীবনযাপন করছে। খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধপত্রসহ নানা সঙ্কট দেখা দিয়েছে। সিলেটের এই কঠিন সময়ে আমার তৃতীয় লিঙ্গের সবাই নিজেদের স্বাধ্য মতে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি।

আমরা বরাবরই সমাজে অবহেলিত, তাই বলে কি, সমাজের মানুষ সমস্যায় পরলে তাদের পাশে দাড়াবো না! এটা হতে পারে না। বন্যার্তদের পাশে সহায়তা নিয়ে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা প্রায় ১৫শ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের খাবার বিতরণ করবো।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী হিজরা সংগঠনের ঝুমুর হিজরা, শেলী হিজরা, মিলনী হিজরা, মীম হিজরা,সুহেলী হিজরা প্রমুখ ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী পলাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত …

error: Content is protected !!