সিংড়ায় অ‌বৈধভা‌বে সার মজুদ ও বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় অ‌বৈধভা‌বে সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে তিন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ আগষ্ট) উপজেলার ছাতার বাড়ি বাজার ও কালীগঞ্জ বাজারে এই অভিযান চালিয়ে মেসার্স কৃ‌ষি বিতানকে ২০ হাজার টাকা, মেসার্স শাকিলা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং আলহাজ্ব ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জ‌রিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান।

মোঃ আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অননু‌মো‌দিতভা‌বে সার মজুদ ও বিক্রয়ের সা‌থে জ‌ড়িত থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও আগামী ২/৩ দিনের মধ্যে উদ্ধারকৃত ১২৭৯ বস্তার সার সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তার অধীনে ছাতারদীঘী ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে নায্যমূল্যে কৃষকের মাঝে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!