সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমরাজীব কর্তৃক সাভরের ৩ সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকালে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্ত্বর সড়কের পাশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠতি হয়।
সম্প্রতি এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন ও যুগান্তরের নিজস্ব প্রতিবেদক সাভার, মতিউর রহমান ভান্ডারীকে প্রকাশ্যে হত্যার হুমকি দানে মঞ্জুরুল আলম রাজিব। সাভার প্রেসক্লাব দখলের প্রতিবাদ করায় আওয়ামীলীগ নেতা রাজীব উক্ত সাংবাদিককের হত্যার হুমকি দিয়েছেন। যার অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য দানে, কেরানীগঞ্জে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাবেক সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল গনি, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন, এইচএম আমিন, ইকবাল হোসেন রতন, সাবেক সাধারন সম্পাদক আবু জাফর, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বিপ্লব, নাসির উদ্দিন লিটন, সাহোরোয়ার্দী শ্যামল, এরশাদ হোসনে, নাজিমুদ্দিন ইমন, লিটন খান, রাজু আহমেদ, আরিফুল ইসলাম প্রমুখ।#