নিউজ ডেস্ক: তাঁতিবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আব্দুস সাত্তার মোল্লার জ্যেষ্ঠ পুত্র আবুল কালাম আজাদ তাঁতিবন্দ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আবুল কালাম আজাদকে ঘিরে প্রত্যাশা বেড়েছে স্থানীয় লোকজনের। তাদের প্রত্যাশা বাবার অসম্পন্ন কাজগুলো সমাপ্ত করবেন তিনি।
জানা যায়, কৃষকলীগ নেতা আবুল কালাম আজাদের বাবা দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।সেই সাথে তাঁতিবন্দ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।সুজানগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান এর বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আবুল কাশেমর দীর্ঘদিনের রাজনৈতিক ঘনিষ্ঠ সহচর ছিলেন।
কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমার বাবা মরহুম কাশেম সাহেবের বিশ্বস্ত সহযোগী ছিলেন। আমিও কাশেম সাহেবের সুযোগ্য পুত্র শাহীনুজ্জামানের সাথে আমার বাবার মত সহযোগী হিসেবে কাজ করতে চাই।
এদিকে আবুল কালাম আজাদ কৃষকলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার খবরে স্থানীয় লোকজনও আনন্দিত। তাদের প্রত্যাশা বাবার রেখে যাওয়া কাজ ও স্বপ্ন বাস্তবায়ন করবেন আবুল কালাম।