সাকিল কালামের কবিতা মৃত্যু চাই

পাথুরে সময়, কঠিন কষ্টে কাটছে দিন

শকুনির রাহু দৃষ্টি আমার মায়ের ওপর

চারদিকে আগুনের লেলিহান শিখা ।

মঙ্গোলীয়ান তস্করেরা লুটে নিতে চায়
আমার স্বপ্নভূমি; স্বাপ্নিক সবুজ মন।

এবার আমার গহীন বনানীটুকুও হারিয়ে যাবে হায়নাদের নিষ্ঠুর কষাঘাতে নিষ্পেষিত আমি।

হে মৃত্যুর দূত,
এখন আমি নিজভূমে পরবাসী
এ অগ্নিগর্ভা মানব জমিন থেকে
আমাকে নিয়ে যাও অদৃশ্যলোকে।

কবি: বিশিষ্ট লেখক 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

শেখ সিরাজুল ইসলামের কবিতা জীবনতো কেবলই স্টেশন বদল করা

চলতে চলতে একদিন থেমে যায় সাধের জীবন স্টেশনে পৌঁছলে যেমন থেমে যায় ট্রেন! অনিশ্চিত গন্তব্যের …

error: Content is protected !!