সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা

পলাশ সাহা,নেত্রকোনা(দুর্গাপুর)প্রতিনিধি:

দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কক্ষে আটকে রেখে হেনস্থা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সহ সভাপতি তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, নারী সাংবাদিক রাখী দ্রং,কবি নাজমুল হুদা সারোয়ার,রাজেশ গৌড় সহ সকল সাংবাদিক বৃন্দ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনাকে অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে।অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে বিশেষায়িত শিক্ষকদের মিলনমেলা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাজশাহী বিভাগীয় বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ …

error: Content is protected !!