ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল আয়োজিত পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি কৃষি অফিসের হল রুমে বুধবার সকালে শুরু হয়। বৃহস্পতিবার বিকালে সমাপনী দিবসে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালকড. মোহিত কুমার দে, উপ-পরিচালক সুশান্ত সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরাম হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার।
এ সময় উর্ধবতন কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশ গ্রহণকারিদের প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষিতে অবদান রাখার আহবান জানিয়েছেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা ও নানা ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।