সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক কলহের জেরে মণিরানী নাগ (৩৫) নামের এক স্কুল শিক্ষিকা কেডি পোকার বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার পরই স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। মণিরানী নাগ
ওই গ্রামের অনিক রায়ের স্ত্রী। সে উপজেলার কালিশিমুল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শাহবাজপুর গ্রামের মধ্যবিত্ত পরিবারের অজিদ নাগের একমাত্র সন্তান মণিরাণী নাগ। ১৭/১৮ বছর আগে সামাজিক ভাবেই অরুয়াইলের শাহপাড়ার জিতু ধরের ছেলে অনিক রায়ের সাথে বিয়ে হয় মণিরাণীর। অনিক অরুয়াইল বাজারের ষ্টুডিও ব্যবসায়ি। রোববার বিকালে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে বিষ পান করলে স্বামী অনিক সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাকে । সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যায় মণি।
মণিরাণীর বাবা অজিদ নাগ বলেন, বিয়ের পর থেকেই স্বামীসহ তার পরিবারের লোকজন আমার মেয়ে ওপর নির্যাতন করত। তারা আমার মেয়ের মৃত্যুই চেয়েছিল। আমি এই বিষয়ে আইনি পক্রিয়ায় বিচার চাইবো।
সরাইল থানার উপপরিদর্শক নুরুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মনির স্বামী অনিককে আটক করা হয়েছে। মৃত মনির বাবার অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।