সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা কৃষক লীগের আয়োজনে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও মোহনা টিভির সরাইল প্রতিনিধি মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন দিলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক সাদেকুর রহমান শরীফ, যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূঁইয়া, সদস্য রফিকুল ইসলাম রমজান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হরিপদ ভৌমিক দুলাল, যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন আলী, সরাইল উপজেলা কৃষকলীগের নেতা মো. নজরুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, মেনহাজ উদ্দিন ঠাকুর অলক,কালীকচ্ছ ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক সাংবাদিক মোহাম্মদ মাসুদ,শাহজাদাপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক জারু মিয়া, কৃষকলীগ নেতা বাশি মেম্বার প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন পানিশ্বর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক মিজানুর রহমান।