ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাকিম মিয়া(২৮) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাকিম উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে।
সোমবার (২১আগষ্ট) দুপুরে উপজেলা অরুয়াইল বাজারে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের গায়ে ইউনিফর্ম ছিল। আহত পুলিশদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলায় আহত এএসআই সামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ দুপুরে অরুয়াইল বাজার এলাকায় দায়িত্বকালে অরুয়াইল বাজারের সুতা ব্যবসায়ী কালা মিয়া জানান, তার মেয়ে জামাই হাকিম মিয়া(২৮) তার মেয়ে সোমাকে (২১) মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এসময় অরুয়াইল হাজি শিশু মিয়া মার্কেটে জনৈক বাচ্ছু মিয়ার ব্যবসায়িক অফিসে বসে ভিকটিম সোমাসহ তার বাবা কালা মিয়াকে থানায় বা কোর্টে গিয়ে আইনের আশ্রয় নিতে বলে চা খেয়ে রাস্তায় বের হতেই আসামী হাকিম ও রিফাতসহ অজ্ঞাত ৫-৬ জন যুবক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাকে হামলা করে। হাকিম লোহার রড দিয়ে আমাকে মেরে ফেলার উদ্দেশ্য মাথায় আঘাতকালে আমি বাম হাতে প্রতিহত করার চেষ্টা করলে বাম হাতের কুনুই ও আঙ্গুল মারাত্মক জখম হয়। পুলিশ সদস্য রোকন উদ্দিন আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও রড দিয়ে আঘাত করে তারা।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো: এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে নামধারী ২ জন এবং অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ১জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে, অন্য আগামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।