সরাইলে পিতার খুনীদের বিচার দাবিতে সন্তান ও গ্রামবাসীর মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিতার খুনীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সন্তান ও গ্রামবাসী।শুক্রবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নিহতের সন্তানেরা বলেন-আমার বাবার হত্যাকারীদের বিচার না হলে আমরা আত্মহত্যা করবো। আমাদেরকে কেন এতিম করা হয়েছে?আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।’ বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে এমন দাবি করেন প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হরিপুরগ্রামের শালিসকারক হাফিজ উদ্দিনের সন্তানেরা।

হাফিজ উদ্দিনের বড় ছেলে ফাহিম রহমানের নেতৃত্বে বাবা হাফিজ উদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে সোচ্চার শতাধিক গ্রামবাসী নিহতের পরিবারের সদস্যদের সাথে অংশ গ্রহণ করে ন।

নিহতের জৈষ্ঠপুত্র মো ফাহিম, মুজিবুর রহমান, সাইফ, নিহতের স্ত্রী সহ বক্তারা ঘটনার মূল হোতা রায়হানসহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট বিকাল ৫ টার দিকে হাফিজ উদ্দিনকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে মসজিদের কাছে পূর্বশত্রুতার জেরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকেরা। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত হাফিজ উদ্দিনের ছেলে আরমান বাদী হয়ে রায়হান, আক্কাস মন্ডলসহ অজ্ঞাত ২০ জনের নামে মামলা দায়ের করে। এই মামলার কোন আসামীকে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!