সরাইলে পরগণা বন্ধু ফোরামের আয়োজনে দোয়া মাহফিল

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে প্রকাশিত পরগণা পত্রিকার বন্ধু ফোরামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

পরগণা বন্ধু ফোরাম কর্তৃক প্রতি শুক্রবারে ক্ষুধার্তদের মাঝে এক বেলা খাবার বিতরণের বর্ষপূর্তি উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন।

পত্রিকাটির সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে উপস্থিত অতিথিবৃন্দ পরগণা ফোরামের সদস্যদের সাথে দুপুরের খাবার গ্রহণ করেন।

অনুষ্ঠানে সাংবাদিক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ স্বাগত বক্তব্য রাখেন। এ সময় তিনি পরগণা বন্ধু ফোরামের এই মানবিক কার্যক্রমে যারা অর্থনৈতিক ও মানবিক এ কাজে সাহায্য সহযোগিতা করেছেন তাদের এ কার্যক্রম যেন অব্যাহত রাখেন এই সহযোগিতা কামনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধা পরগণা পত্রিকার সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইউসুফের উদ্যোগে এমন মানবিক কাজের ভূঁয়সী প্রশংসা করেন। একই সাথে এই মহতী উদ্যোগের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এসময় সরাইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ, পরগণা বন্ধু ফোরামের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!