ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধর্মতীর্থ গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীথ নৌকাঘাট এলাকায় ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর গণহত্যার শিকার ৪৬ জন নারী-পুরুষের স্মৃতিবিজড়িত বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি নাছরিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান,প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুর রাশেদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান পিআইবির রিসার্স অফিসার শাহ শেখ মজলিশ ফুয়াদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নান্নু মিয়া, বীরমুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা কমিটির আহবায়ক মোঃ বিল্লাল মিয়া ও স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় মুক্তিযোদ্ধাগণ জানিয়েছেন ১৯৭১ সালের ৬ অক্টোবর বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের ও ওসমান উদ্দিন খালেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাগণ মাইনবিস্ফোরণ ঘটিয়ে ধর্মতীর্থ এলাকায় তৎকালীন শান্তিকমিটির নেতা আঃমন্নাফ ঠাকুর ও পাকসেনা কর্মকর্তা এ রহমান খানকে হত্যা করে।
ওই হত্যার প্রতিশোধ নিতে ১৮ অক্টোবর কালীকচ্ছ ও চুন্টা এলাকার ৪৬ জন নারী-পুরুষকে ধর্মতীর্থ নৌকা ঘাটে জড়ো করে পাকবাহিনী ও তাদের দোসররা নির্মমভাবে হত্যা করে। উল্লেখ্য ধর্মতীর্থ গণহত্যার শিকার শহীদদের বধ্যভূমি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।