সরাইলে আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাদ ‘ভিক্টর ব্যাগ ফ্যাক্টরীর’ সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের শফিকুর রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩৮) ও একই গ্রামের নয়াহাটি গ্রামের তালেব হোসেনের ছেলে হান্নান মিয়া (৩৪)।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ৮ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে ও আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সংরক্ষিত বনের চোরাই গাছ চিঁড়ার অভিযোগ; তিনটি অবৈধ করাতকল জব্দ!

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি: উখিয়া জালিয়াপালং ইউপির ছেপটখালী এলাকায় বনের ১০ কিলোমিটারের মধ্যে জনবসতিতে স্থাপিত …

error: Content is protected !!