করোনাভাইরাসে সৃষ্ট দেশের কান্তিকালীন পরিবেশে অসহায় হতদরিদ্রদের পাশে দাড়িয়েছে সরকার। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনও এগিয়ে এসেছে। কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে সবুজ সংঘ নামে একটি সংগঠনও এগিয়ে এসেছে হত দরিদ্রদের সহযোগিতা করতে ।
কোন্ডার বাক্তার চর এলাকায় সবুজ সংঘের উদ্যোগে হতদরিদ্র ও কর্মহীন বিধবা ভ্যান চালক অটোরিকশা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়৷ প্রায় ৭৫টি পরিবারকে খাদ্য সহায়তা হিসাবে ৫ কেজি চাউল ২ কেজি আটা ১ কেজি মুসুর ডাল ১ কেজি পিয়াজ ১ লিটার সোয়াবিন তৈল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, দুদু মেম্বার, সবুজ সংঘের কর্মকর্তা মোঃ মিরজুমলা, আহসান উল্লা, আল ইসলাম ও আমান উল্লা। তারা প্রতিটি অসহায় পরিবারের বাড়ি বাড়ি খাদ্য পৌছে দেন।
খাদ্য বিতরন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সমাজ সেবক আলহাজ্ব মোঃ জাকির হোসেন (পান গাও) আলহাজ্ব কাজী মোজাম্মেল হক মিন্টু ( আইন্তা) ইমরাজ হোসেন সোহাগ ( দোলেশ্বর) মোঃ মোক্তার হোসেন-যুগ্ন পরিচালক বাংলাদেশ ব্যাংক ও মোঃ শফিকুল ইসলাম।
সংগঠনটির পক্ষ থেকে পরবর্তীতে আরো অসহায় গরীবদের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানানো হয়।