সন্ধ্যায় নিখোঁজ, সকালে মিললো কিশোরের মরদেহ

নেত্রকোনায় কেন্দুয়ায় নয়ন মিয়া (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (৭ নভেম্বর) সকালে ওই উপজেলার মাসকা ইউনিয়নের পানগাও গ্রামের মনজু মিয়ার বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তাকে খুঁজে পায়নি স্বজনরা। সকালে উপজেলার পানগাও গ্রামের মনজু মিয়ার বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এসময় তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

সূত্র জাগো নিউজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী পলাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত …

error: Content is protected !!